অ-তে অপূর্ব বাংলাদেশ গড়তে চাই ….. ব্যারিস্টার ইমন

প্রকাশিত: 2:04 AM, May 14, 2016

অ-তে অপূর্ব বাংলাদেশ গড়তে চাই ….. ব্যারিস্টার ইমন

বিশেষ প্রতিনিধি : জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে আর্ট স্কুলের ষষ্ঠ বার্ষিক চিত্র প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় আর্ট স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ও ক্যালিও গ্রাফিক্স আরিফুর রহমান।

আর্ট স্কুলের পরিচালক প্রণব বণিকের সভাপতিত্বে ও আর্ট স্কুলের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চিত্র শিল্পী মোবাশ্বির মজুমদার, শাহানা মজুমদার, সিলেট জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্ত প্রমূখ। এ সময় আর্ট স্কুলের পৃষ্টপোষক মাহবুবুল হক শেরিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়াসহ বিভিন্ন শ্রেনি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, যে দেশে সংস্কৃতির অগ্রগতি হয়, সে দেশ খুব সহজে এগিয়ে যায়। তিনি আর্ট স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আর অ-তে অজগর বলতে চাই না। আগামী প্রজন্মকে নিয়ে অ-তে অপূর্ব বাংলাদেশ গড়তে চাই।

এ সময় প্রধান অতিথি ইমন আর্ট স্কুলের উন্নয়নে এক লক্ষ টাকা অনুদান দেন। পরে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার ইমন। এ সময় সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 83 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ