ডেসটিনির মামলায় অভিযোগ গঠনের আদেশ ১২ জুন

প্রকাশিত: 2:02 AM, May 12, 2016

ডেসটিনির মামলায় অভিযোগ গঠনের আদেশ ১২ জুন

নিউজ ডেস্ক : ডেসটিনি গ্রুপের মানিলন্ডারিংয়ের দুই মামলায় প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। কিন্তু এদিনও আদেশ সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আদেশের জন্য ওই দিন ঠিক করেন।

গত ২১ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে বিচারক ১১ মে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন। এ দিনও আদেশ প্রস্তুত না হওয়ায় পেছাল অভিযোগ গঠনের আদেশ।

প্রায় ৪ হাজার ১১৯ কোটি টাকা পাচারের দুইটি মামলায় ২০১৪ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগপত্রে ডেসটিনির এমডি মোহাম্মদ রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগপত্রের ৫১ আসামির মধ্যে ৪৬ জন পলাতক। আসামিদের মধ্যে এমডি মোহাম্মদ রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, মো. জিয়াউল হক মোল্লা ও সাঈদুল ইসলাম খান (রুবেল) কারাগারে আছেন। আর একমাত্র আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।

২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 247 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ