সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:32 AM, May 12, 2016
নিউজ ডেস্ক : একাত্তরের ডিসেম্বরের আগে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে গভীরভাবে মর্মাহত পাকিস্তান।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, একাত্তরে পাকিস্তানের সংবিধান এবং আইন সমুন্নত রাখাই ছিল নিজামীর একমাত্র পাপ।
বিবৃতিতে বলা হয়, ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নেতাদের হত্যার মাধ্যমে বিরোধী দলকে দমন করা গণতন্ত্রের চেতনা বিরোধী। যেসব মানুষ নিজামীকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন তাদের জন্য এই মৃত্যুদণ্ড দুর্ভাগ্যজনক।
পাকিস্তানের দাবি, শুরু থেকে এই বিচার প্রক্রিয়া নিয়ে বিশেষ করে এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনি ব্যক্তিত্ব আপত্তি তুলেছেন।
এছাড়া ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ক্ষমার অংশ হিসেবে এ বিচার না করতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এর আগেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এমন প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। এজন্য বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে একাধিকবার শাসিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com