সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:56 AM, May 7, 2016
সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে বাল্যবিবাহ করতে এসে কনের বাড়ি থেকে বর মকবুল হোসেনকে ভ্রাম্যমাণ আদালত শ্রীঘরে প্রেরণ করেছে।
শুক্রবার উপজেলার ধনপুর ইউপির চরগাঁও গ্রামের লায়েছ মিয়ার পুত্র মকবুল হোসেন বাদাঘাট (দ.) ইউপির পূর্ব সিরাজপুর গ্রামের বাচ্চু মিয়ার অপ্রাপ্তবয়স্ক কন্যা স্কুলছাত্রীকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তালুত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফোর্সসহ উপস্থিত হয়ে বিবাহ ভঙ্গ করেন। পরে বিয়ের আসর থেকে বর মকবুল হোসেনকে আটক করে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান- সাজাপ্রাপ্ত মকবুল হোসেনকে জেলে প্রেরণ করা হচ্ছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com