সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:56 AM, February 3, 2016
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর ১৮ নং পিলারের কাছে ৪টি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী লেনটি বন্ধ রয়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১২ কি.মি. রাস্তা জুড়ে যানজট রয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আখেরুজ্জামান জানান, সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ১৮ নং পিলারে কাছে ৪টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে করে সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গগামী লেন বন্ধ রয়েছে। এ সময় সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১২ কি.মি. রাস্তায় যানজট দেখা দেয়। পুলিশ ট্রাক ৪টি রেকার দিয়ে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।
[the_ad id=”312″]
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com