সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:19 AM, May 4, 2016
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে কক্সবাজারের রামুতে সহোদর দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে রামু সদরের মেরংলোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন, রামুর ফঁতেখারকূল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে খালেদ হোসাইন (১৭) ও তার ভাই রাশেদুল করিম (২০)। এদের মধ্যে রাশেদুল করিম ছাত্র শিবিরের রামু উপজেলা কমিটি এবং খালেদ হোসাইন ফঁতেখারকূল ইউনিয়ন কমিটির সক্রিয় কর্মী।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ নিজেদের আইডি ব্যবহার করে দুই সহোদর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে গত কয়েকদিন ধরে প্রচার করে আসছিল। দুই সহোদর গ্রাফিক্স করে প্রধানমন্ত্রীর মুখমণ্ডলে দাড়ি লাগিয়ে বিকৃতভাবে প্রচার করছিল। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই সহোদর ছাত্র শিবিরের উপজেলা ও ইউনিয়ন কমিটির সক্রিয় কর্মী।
ওসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com