সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:35 PM, April 26, 2016
নিউজ ডেস্ক :
মৌলভীবাজার শহরের পশ্চিম বরহাট এলাকা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কিশোর বয়সী এই গৃহকর্মীর নাম স্বপ্না বেগম (১৬)। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। আটক চার জন হলেন- স্বপ্নার গৃহকর্তা কয়ছর মিয়া (৫০), তার স্ত্রী আছিয়া বেগম (৪৫), ছেলে রুবেল মিয়া (২৫) ও আরেক গৃহকর্মী জাহির মিয়া (৩০)।
সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার পূবভাগ এলাকার ফারুক মিয়ার মেয়ে স্বপ্না বেগম দীর্ঘদিন ধরে কয়ছর মিয়ার বাসায় কাজ করে আসছিল
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্না রাতে রান্না ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশে খবর দেন কয়ছর।
পরে পুলিশ এসে রান্না ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com