সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:10 PM, April 14, 2016
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যেখানে জড়িয়ে আছে তাঁদের চেনা ঐতিহ্য। যে ঐতিহ্যকে ধারণ করে বাঙালি ফিরে পায় তাঁদের চিরায়ত পরিচয়।
প্রাণের এ উৎসবে সাইকেল ট্রাভেলারস অফ সিলেট (সিটিএস) আয়োজন করে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নগরীর চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠের পাশ থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহী ঈদগাতে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন সিটিএস এর এডমিন, এক্টিভিস্টবৃন্দ। এছাড়াও অংশ নেন শত শত নারী-পুরুষ।
নানা রঙে নানা সাজে সজ্জিত হয়ে সাইকেল চালিয়ে শহর প্রদক্ষিণ করে বরন করে নেন নববর্ষকে।
শহরের সর্বস্তরের মানুষ ব্যাপক উৎসাহিত করেন সাইক্লিস্টদের।
রাইড শেষে উপস্থিতদের মধ্যে একে অন্যকে জড়িয়ে ধরে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com