সুনামগঞ্জে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 6:10 PM, April 13, 2016

সুনামগঞ্জে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: ফসলরক্ষা বাধ ভেঙ্গে হাওরের বোরো ফসলহানী, বর্ষণ ও শীলায় ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন ও হাওরের ফসলরক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় সামাজিক সংগঠন গুলো মানবন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন রানার এইড, হাউস এবং সুজন এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহযোগী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সালেহীন চৌধুরী শুভ, শামস শামীম, প্রভাষক মোশাররফ হোসেন ইমন প্রমুখ।

বক্তারা এবার ফসলহারানো কৃষকের পুনর্বাসনে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে হাওরের বোর ফসল রক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানান।

3

 

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 108 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ