সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান : দুই ফার্মেসীকে ২২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: 1:12 AM, April 13, 2016

সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান : দুই ফার্মেসীকে ২২ হাজার টাকা জরিমানা

ফরিদ মিয়া , সুনামগঞ্জ : :
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে সুনামগঞ্জে দুইটি ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ,টি, এম, মোর্শদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ।   ১৯৪০ সালের ঔষধ আইনে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মেয়াদ  উত্তীর্ণ  ঔষধ রাখার অপরাধে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার সেন্ট্রাল ফার্মেসিকে ২ হাজার টাকা ও শহরের হাছননগর এলাকায় আনিসা হেলথ কেয়ার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় দু’টি ফার্মেসি থেকে প্রায় ৬ হাজার টাকার মেয়াদ  উত্তীর্ণ ঔষধ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 92 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ