সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:55 AM, April 13, 2016
ফরিদমিয়া, সুনামগঞ্জ :: প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আগামী ২০১৬-১৭ বাজেটে সকল তামাকজাত পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে তামাক বিরোধী সংগঠন গুলো।
গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলা কালেক্টরেট চত্বরে সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্প, তামাক বিরোধী মিডিয়া জোট, উন্নয়ন সংস্থা পদ্মা ও আরডিএসএ ও প্রগতিশীল যুব সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন তামাক বিরোধী মিডিয়া জোট (আত্মা)’র সদস্য শাহাজাহন চৌধুরী, সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র জেলা স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আফিজ আলী, অ্যাভোকেট এনাম আহমদ, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের ফিল্ড অফিসার রুহুল
আমিন, আরডিএসএ’র মো. মিজানুল হক সরকার, পদ্মার অর্গনাইজার আলী রেজা, সাংবাদিক মো. ফরিদ মিয়া, আব্দুল শহীদ, প্রগতিশীল যুব সংঘের সভানেন্ত্রী শিল্পী বেগম প্রমুখ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com