ছাতকে বাঁশ কাটাকে নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নানশ্রী গ্রামের আমিনুল ইসলাম শামছু ও চান্দ আলী পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আমিনুল ইসলাম শামছু (৩৮), রজব আলী (৪৬), আজিজুর রহমান (৩০), ফারুক মিয়াকে (২৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহান (১৫), আবুল হাসনাত (২৫), শফিক মিয়া (৫০), সাজু (১৭), শরাফত আলী (৩২), আমজাদ (২২), আনিস আলী (৪৬), মাসুক মিয়া (৫০), সোহরাব আলী (৪০), চেরাগ আলী (৬৮), হাজী চান্দ আলী (৭০), সমতেরা বেগম (৩০), মাহমুদা বেগমসহ (৫৫) আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামের চান্দ আলী পক্ষের আরশ আলীর পুত্র ছাদিকুর রহমান সোমবার রাতে আমিনুল ইসলাম শামছুর বাড়ির সীমানার ঝাড় থেকে একটি বাঁশ কেটে নেয়। এ নিয়ে রাতেই দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ২৫ জন আহত হন।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই সংবাদটি 77 বার পঠিত হয়েছে