সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:09 PM, April 12, 2016
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট বিগত বছরের ন্যায় এবারও নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাটের সিঁড়ি (সুরমা নদীর তীরে) ১৩ এপ্রিল বুধবার বিকাল ৩ টা থেকে ১৪২২ বাংলাকে বিদায় ও নববর্ষ ১৪২৩ কে স্বাগত জানিয়ে আনন্দ উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত, আবৃত্তি, লোকনৃত্য লোকগান ও বাউলগান পরিবেশিত হবে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত এক বিবৃতিতে বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সূর্যাস্তের সাথে সাথে ১৪২২ বাংলাকে বিদায় জানিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির আগামী দিনের মঙ্গল কামনা করে নববর্ষকে স্বাগত জানানো হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com