সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:22 AM, April 7, 2016
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের লাউয়াছড়া বনে ঝড়ে অর্ধশতাধিক গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল মধ্যরাত থেকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ঝড়ো বাতাস শুরু হয়। এতে ঝড়ে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে রেললাইনে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে। রাত ১টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার মো. নাজমুল জানিয়েছেন, লাইন বন্ধ থাকায় সিলেট থেকে আসা উপবন একপ্রেস লাউয়াছড়ায় এবং চট্টগ্রাম থেকে আসা উদয়ন ও জালালাবাদ একপ্রেস হবিগঞ্জের রশীদপুরে আটকা পড়েছে। বন বিভাগের কর্মীরা সকালে গাছ সরানোর কাজ শুরু করেছে বলে জানান তিনি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com