সুনামগঞ্জ জেলার সি,এইচ,পিদের সাথে কমিনিটি হেলথ কেয়ার এর কো-অর্ডিনেটরের মতবিনিময়

প্রকাশিত: 1:15 AM, April 4, 2016

সুনামগঞ্জ জেলার সি,এইচ,পিদের সাথে কমিনিটি হেলথ কেয়ার এর কো-অর্ডিনেটরের মতবিনিময়

মোঃ ফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জ জেলার  সি,এইচ,পিদের সাথে কমিনিটি হেলথ কেয়ার এর কো-অর্ডিনেটরের মতবিনিময় সভা রবিবার বেলা ০৩.০০  ঘটিকায়  আবুল হোসেন মিলনায়তনে অনুষ্টিত হয় ।
মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ডাঃ মাখদুমা নার্গিস  চিপ কো-অর্ডিনেটর (গ্রেড ১)সি,বি,এইচ,সি ।  বিশেষ অতিথি ডাঃ গৌরমনি সিনহা পরিচালক (স্বাস্থ্য বিভাগ) সিলেট  ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্বা ও  সিভিল সার্জন সুনামগঞ্জ,  বিশেষ অতিথি আলোচনায় বলেন কমিনিটি ক্লিনিকের সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেন, কোন অযুহাত দেখিয়ে  কাজে ফাঁকি দিবেন না  । মনে রাখবেন কাজের সফলতা দিয়েই চাকরি সরকারিকরণের সিদ্বান্ত আসবে ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 102 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ