ছাতকে দেবর চেয়ারম্যান, ভাবী মেম্বার নির্বাচিত

প্রকাশিত: 1:25 AM, April 2, 2016

ছাতকে দেবর চেয়ারম্যান, ভাবী মেম্বার নির্বাচিত
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার একই পরিবারে দু’জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তারা হলেন- জাউয়াবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেবর মুরাদ হোসেন (আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত) এবং ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ভাবী সাহেরা বেগম।

জাউয়াবাজার ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনিত ৭ জন প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুরাদ হোসেন। মুরাদ হোসেন ভোট পেয়েছেন ৩ হাজার ৫৩০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৩হাজার ৪৬৮ ভোট।

একই ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ২ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে দ্বিতীয় বারের মতো মহিলা সদস্য নির্বাচিত হয়েছে মুরাদ হোসেনের বড় ভাইয়ের স্ত্রী সাহেরা বেগম।

দেবর-ভাবী চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হওয়ায় তাদের গ্রাম বড়কাপনে বইছে অন্যরকম আনন্দ। সাহেরা বেগম গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 95 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ