বড়লেখায় ৭টিতে আ.লীগ, বিদ্রোহী ১ ও বিএনপির ২ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: 11:36 PM, March 31, 2016

বড়লেখায় ৭টিতে আ.লীগ, বিদ্রোহী ১ ও বিএনপির ২ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক :

বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১০টি ইউনিয়নের ৭টিতে আওয়ামীলীগ, আ.লীগের বিদ্রোহী ১ ও ২টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলার সদর ইউনিয়নে ৯টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের সোয়েব পেয়েছেন ৯ হাজার ২৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯১ ভোট।

নৌকা প্রতীক নিয়ে নিজ বাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি প্রার্থী আলাল উদ্দিনকে পরাজিত করেন। মোট ৯টি কেন্দ্রে ময়নুল হক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২৩২ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে আলাল পেয়েছেন ৩ হাজার ৫৯৫ ভোট।

বর্ণি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এনাম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৭ ভোট।

নৌকা প্রতীক নিয়ে তালিমপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সুয়েব আহমদ পেয়েছেন ৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন পেয়েছেন ৩ হাজার ৪৩৬ ভোট।

দাসেরবাজার ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি’র কমর উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজব উদ্দিন পেয়েছেন ৪ হাজার ১৫০ ভোট।

দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এনাম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জয়নুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট।

সুজানগর ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি’র নসিব আলী পেয়েছেন ৫ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইমরুল ইসলাম লাল পেয়েছেন ৪ হাজার ১০ ভোট।

দক্ষিনভাগ দক্ষিন ইউপিতে আওয়ামী লীগের আজির উদ্দিন ৫ হাজার ৪৭২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আদনান ৪ হাজার ৩০৩টি ভোট পেয়েছেন।

দক্ষিন শাহ্বাজপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী শাহাব উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নাহিদ আহমদ বাবলু।

উত্তর শাহ্বাজপুর ইউপিতে আওয়ামী লীগের আহমদ জুবায়ের লিটন ৬ হাজার ৫২৩ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (জামায়াত) আকবর আলী ৩ হাজার ৮৬২ ভোট পেয়েছেন।

বড়লেখার রিটার্নিং ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 92 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ