সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:24 PM, March 31, 2016
বিএনপির প্রার্থী ছমরু মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন। ছমরু মিয়ার চেয়ে তিনি ৪ হাজার ৯৮ ভোট বেশি পেয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগের আওলাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে পান ৬ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ছমরু মিয়া পান ২ হাজার ৪৬৭ ভোট।
এছাড়া এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী গিয়াস উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পান ২ হাজার ৩৯০ ভোট।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com