সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:34 PM, December 20, 2014
বিনোদন ডেস্ক : সবারই এক বা একাধিক স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের আশায় থাকে সবাই। স্বাভাবিকভাবে স্বপ্ন আছে সানি লিওনেরও। পোশাক, বিতর্ক, পর্দায় খোলামেলা উপস্থিতি নিয়ে সবসময় খবরের শিরোনামে থাকা সানি লিওন এবার খবরের শিরোনামে এসেছেন চটকদার মন্তব্যের জন্য। সম্প্রতি নিজের স্বপ্নের কথা জানালেন সানি লিওন। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের এই বেবি ডল জানিয়েছেন, ‘আমার স্বপ্ন সালমান খানের নায়িকা হিসেবে কাজ করার। আর আমি জানি একদিন না একদিন আমার এই স্বপ্ন বাস্তবে পূরণ হবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বলিউডে আজ আমার যা প্রসিদ্ধি তার সব কৃতিত্ব যায় সালমান খানের। বিগ বস সিজন ৫-এর মঞ্চ আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে। এই রিয়েলিটি শোতে সালমানের আমার প্রতি প্রশংসা, বিশ্বাস আমাকে আজ বলিউডের এই জায়গায় পৌঁছে দিয়েছে।’ প্রসঙ্গত বলিউডে অনেকেই আছেন যারা বলিউডে প্রতিষ্ঠিত সালমানের সহায়তার বদৌলতেই। এই তালিকায় এবার সংযোজিত হলেন সানি লিওনও।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com