বিয়ের প্রলোভনে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৩

প্রকাশিত: 5:28 AM, March 26, 2016

বিয়ের প্রলোভনে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৩

নিউজ ডেস্ক :

রাজশাহীতে বিয়ের প্রলোভনে আবাসিক হোটেলে নিয়ে কিশোরীকে (১৫) গণধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় ধর্ষিতার মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ভাই ভাই হোটেলের কর্মচারী মোহাম্মদ আলী ও হাসানকে গ্রেফতার করেছে।

এ ছাড়াও এর আগে আটক অটোরিকশা চালককে ৫৪ ধারায় জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন খান।

এদিকে, ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা শেষে ওসিসিতে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. আসাদুজ্জামান।

প্রসঙ্গত, এর আগে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রি খোকনের সঙ্গে ধর্ষিত কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার প্রেমিক খোকন তাকে বুধবার বিকেলে রাজশাহীতে ডেকে নিয়ে আসে।

পরে খোকন তাকে নগরীর সোনাদিঘীর মোড়ের ভাই ভাই আবাসিক হোটেলে উঠে। এরপর রাতে কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে খোকন তার বন্ধু রনিকে ডেকে নিয়ে তার অটোরিকশাতে করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

 

সূত্র: পূর্বপশ্চিমবিডি

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 104 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ