র‌্যাব পরিচয়ে সিলেট ছাত্রদল সভাপতিকে বাসা থেকে উঠিয়ে নেয়া হলো

প্রকাশিত: 3:49 AM, March 26, 2016

র‌্যাব পরিচয়ে সিলেট ছাত্রদল সভাপতিকে বাসা থেকে উঠিয়ে নেয়া হলো

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলার সভাপতি সাঈদ আহমদকে র‌্যাব পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর উপশহরের স্প্রিং টাওয়ারের বাসা থেকে তাকে তুলে নেয়া হয় বলে জানিয়েছেন তার বড় ভাই অধ্যাপক ফরিদ আহমদ। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে স্প্রিং টাওয়ারের দ্বিতীয় তলার নিজ ফ্লাটেই অবস্থান করছিলেন সাঈদ আহমদ। এ সময় সিভিল ড্রেসে এসে দুজন লোক দরোজায় নক করে। দরোজার খোলার পরপরই তারা নিজেদের র‌্যাব-৯ এর কর্মকর্তা  বলে পরিচয় দেন। এ সময় সাঈদ আহমদকে তাদের সঙ্গে যাওয়ার কথা বলেন। একপর্যায়ে তারা সাঈদকে আটক করে নিয়ে যায়। তিনি জানান, ঘটনার পরপরই তার স্ত্রী ফোন করে পরিবারের অন্য সদস্যের বিষয়টি জানান। এরপর তারা সবাই সাঈদের বাসাতে ছুটে আসেন। সাঈদ আহমদ উপশহরের ওই ফ্লাটে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। এদিকে সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আলী আহমদও। তিনি জানান, ঘটনার পরপরই সাঈদের পরিবারের পক্ষ থেকে তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা খোঁজ-খবর নিচ্ছেন আসলে কারা উঠিয়ে নিয়ে গেছে সাঈদকে। তবে, সন্ধ্যায় র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মেজর ফখরুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন, র‌্যাব-৯ এর অধীনে থাকা তিনটি ক্যাম্পের কোথাও সাঈদ নামে কাউকে আটক করার খবর তার কাছে নেই। অভিযানে রয়েছে একাধিক টিম। ওদের কাছে রয়েছে কি না সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানান তিনি। অপর একটি সূত্র জানিয়েছে, সাঈদকে ঢাকা র‌্যাবের একটি টিম আটক করে নিয়ে গেছে। তবে, সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সাঈদের রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন, আন্দোলনকালীন সময়ে সাঈদের বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা করা হয়েছে। সব মামলায় জামিনে ছিলেন তিনি। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় সম্প্রতি চার্জশিট হয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে কি না সেটিও তারা নিশ্চিত হতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 74 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ