সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:24 AM, March 24, 2016
সাত আসামির মধ্যে শফিউল্লাহ্ ওরফে তারিক আদালতে অনুপস্থিত থাকায় বহুল আলোচিত জেএমবির সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে ২৮ মার্চ ধার্য্য করা হয়েছে। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় নতুন করে রায় ঘোষণার দিন ধার্য্য করেন। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, এই মামলায় গ্রেপ্তার করা আসামিরা হলেন-আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান হাফিজ, শিহাব উদ্দিন শিহাব, আব্দুল মতিন ওরফে ইসমাইল, শহীদুল্লাহ্ ওরফে ফারুক, শফিউল্লাহ্ ওরফে তারিক।
এদের মধ্যে ছয়জনকে রাজশাহী ও নাটোর কারাগার থেকে বিশেষ পুলিশি নিরাপত্তায় আদালতের এজলাসে আনা হয়। কিন্তু অপর আসামি শফিউল্লাহ্ ওরফে তারিক অনুপস্থিত থাকায় বিচারক পুনরায় রায় ঘোষণার দিন ধার্য্য করেন। জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১০ টা থেকে সাড়ে ১০টার মধ্যে নাটোরের জজ কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, ট্রেজার, বাসস্ট্যান্ড, ফিলিং স্টেশনসহ আট স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব স্থানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) লিফলেট পাওয়া যায়। এ ব্যাপারে নাটোর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।
পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহীর গোদাগাড়িতে জেএমবি সদস্য শহীদুল্লাহ্ তারেক ওরফে তুষার জেহাদি বই, লিফলেট ও বিস্ফোরক দ্রব্যসহ পুলিশের হাতে ধরা পড়েন। তার স্বীকারোক্তি অনুযায়ী নাটোর শহরের মীরপাড়া জেএমবির আস্তানায় নাটোর ও রাজশাহী জেলার পুলিশ যৌথ অভিযান চালায়। ১৮ সেপ্টেম্বর রাতে নাটোরের মীরপাড়ায় জেএমবির উত্তরাঞ্চলীয় অপারেশর হেডকোয়ার্টার খাদেমুল ইসলামের তিনতলা ভবন থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়।
জেএমবির শীর্ষ নেতা শায়েখ আব্দুর রহমানের জামাতা আব্দুল অওয়ালসহ অন্যরা বোমা ফাটিয়ে পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে জেহাদী বই, মোবাইল ফোন, মোটরসাইকেল, বাইসাইকেল, বিস্ফোরক দ্রব্য, হিট লিস্ট উদ্ধার করে। ২০০৬ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান আদালতে এই সিরিজ বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করলে একই বছরের ২৯ নভেম্বর বিচার কাজ শুরু হয়। এই মামলার আসামি শহীদুল্লাহ মাসুদ তারেককে অন্য জেলায় অপর একটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ এবং হাফিজুর রহমান ও আব্দুল মতিনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com