সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:18 PM, March 23, 2016
নিউজ ডেস্ক : কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান হোসেন আলীকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তারা বলেছে, এটা অন্যদের জন্য একটি শিক্ষা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলেছে, জঙ্গি কর্মকান্ডের ওপর নজরদারিকারী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এসইটিই (সাইট) ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য দিয়েছে। সাইট ইন্টেলিজেন্স বলেছে, টুইটারে আইএস বলেছে, অন্যদের শিক্ষা দেয়ার জন্য এই ধর্মপ্রচারককে হত্যা করা হয়েছে। স্থানীয় পুলিশ বলেছে, হোসেন আলী ১৯৯৯ সালে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন। তবে তিনি ধর্ম প্রচারক ছিলেন না। কুড়িগ্রাম জেলার এসপি তোবারক উল্লাহ বলেছেন, মর্নিংওয়াক করার সময় তিন হামলাকারী হোসেন আলীকে কোপায়। এরপর তারা আতঙ্ক সৃষ্টি করতে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত কয়েক মাসে দু’জন বিদেশীকে হত্যা, সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা, ধর্মীয় বিভিন্ন গ্রুপের ওপর হামলার দায় স্বীকার করেছে আইএস। কিন্তু পুলিশ বলছে, এসব হামলার নেপথ্যে রয়েছে স্থানীয় জঙ্গি গ্রুপ জামায়াতুল মুজাহিদিন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com