সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:07 AM, March 22, 2016
নিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষে সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক নুরুল ইসলাম এবং রেডলাইনের পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল ম্যাসন চুক্তিপত্রে সই করেন। গতকাল বিকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে সংস্থাটির সঙ্গে কোম্পানিটির দুই বছর মেয়াদি এ চুক্তিটি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং বেবিচকের চেয়ারম্যান এম সানাউল হক উপস্থিত ছিলেন। চুক্তির পর বিমান মন্ত্রী রাশেদ খান মেনন জানান, আগামীকাল (আজ) থেকে তারা (রেডলাইন) কাজ শুরু করবে। এয়ারপোর্টে তাদের ২৯ সদস্যের টিম থাকবে। এর মধ্যে ১৪ জন যাত্রী টার্মিনাল ও স্ক্যানিং এ থাকবে। রেডলাইন বিমানবন্দরে তিন ধরনের কাজ করবে। তারা পরামর্শ দেবে, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি তদারক করবে এবং বিমানবন্দরে যেসব জনবল আছে তাদের পরিচালনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। দুই বছরের জন্য চুক্তি হলেও ছয় মাস পর চাইলে রিভিউ করা যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তিকৃত কোম্পানি রেডলাইন ১৫টি স্ক্যানার সরবরাহ করবে। তারা ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে তাদের লোকবল নিয়োগ করবে। এর আগে গত ৮ই মার্চ ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য। ওই দিন দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সামপ্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় পূর্ণ করা হয়নি। অন্তবর্তীকালীন পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে দেয়া হবে না।’ এ নিষেধাজ্ঞার পরই ১৩ই মার্চ বিমানমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে সাত সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। একই দিনে চারটি বৃটিশ এভিয়েশন সিকিউরিটি সার্ভিস প্রদানকারী কোম্পানিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেড এবং রেসট্রাটা সরকারের প্রস্তাবে সাড়া দেয়। এ দুই কোম্পানির দাখিল করা কারিগরি ও আর্থিক প্রস্তাব বিশেষ মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়ন করা হয়। এরপর গত রোববার জরুরি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডেকে রেডলাইন এভিয়েশন সিকিউরিটিকে ৭৩ কোটি টাকায় নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের কাজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যার ভিত্তিতে গতকাল চুক্তি সই হয়েছে। বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ চুক্তি সইয়ের মাধ্যমে সরকার আশা করছে, রেডলাইনের কাজের মধ্য দিয়ে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল শিগগীরই পুনরায় শুরু হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com