সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:31 AM, March 22, 2016
ফরিদ মিয়া , সুনামগঞ্জ প্রতিনিধি :
গত রবিবার সুনামগঞ্জ সিলেট রোডের তেমুখী থেকে সি এন জিসহ নাজির হোসেন( ১৯), মিনার হোসেন বাদশা (২০), জাকির আলী(২০) ও তায়েফ(২০) কে আটক করে সুনামগঞ্জ থানা পুলিশ । মোল্লাপাড়া ইউনিয়নের গোদর পাড়া দিলোয়ারের বাড়ি থেকে রাত আনুমানিক ১২.৩০ মিঃ সময় চোর চক্র গাড়িটি চুরি করে পালিয়ে যায় । দিলোয়ার ঘটনা টের পেয়ে সাথে সাথে সুনামগঞ্জ থানা কে অবগত করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সি এন জি সহ, ৪ চোর কে আটক করে ।
আটক চোর চক্রের নাজির হোসেন ওয়েজখালি এলাকার জাহাঙ্গির আলীর ছেলে, মিনার হোসেন বাদশা একি এলাকার সুরুজ আলীর ছেলে, জাকির আলী ওয়েজখালি এলাকার ফয়জুর রহমানের ছেলে, তায়েফ একই এলাকার ইদ্রিস আলীর ছেলে, পুলিশ জানায় এই চক্রটি বিভিন্ন সময় সি এন জি মোটর সাইকেল চুরি সহ নানা অপকর্ম করে আসছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুন রশিদ চোর চক্র আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com