প্রেমিকার আপত্তিকর ভিডিওচিত্র পর্ণসাইটে, যুবকের জেল

প্রকাশিত: 4:47 AM, March 21, 2016

প্রেমিকার আপত্তিকর ভিডিওচিত্র পর্ণসাইটে, যুবকের জেল

নিউজ ডেস্ক :

প্রেমিকার অজ্ঞাতে তোলা আপত্তিকর ভিডিও পর্ণসাইটে ছেড়ে দেয়ায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ওই ছাত্রকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ওই ছাত্রকে কারদণ্ড দিয়েছেন আদালত। তিনি বলেন, ২০০৮ সালে এক মেয়ের সঙ্গে আসামির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মেয়েটির অজ্ঞাতে ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্র ছেলেটি পর্ণ সাইটে ছেড়ে দেন। ঘটনাটি মেয়ের বাবার নজরে এলে তিনি এই ছেলের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে থানায় মামলা করেন। সেই মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ছেলেকে জরিমানাসহ সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 91 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ