সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:21 PM, March 20, 2016
জমে উঠছে ছাতকের দোলার বাজার ইউনিয়নের নির্বাচনী প্রচারণা| গ্রামে-গঞ্জে হাট বাজারে চায়ের টেবিলে আলোচনা সমালোচনার ঝড়- কে হচ্ছেন দোলার বাজার ইউনিয়নের আগামী দিনের কান্ডারী ? দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন দোলার বাজার ইউনিয়নের আওয়ামীলিগের সভাপতি শায়েস্তা মিয়া, তিনি একাধারে রাজনৈতিক নেতা , ব্যবসায়ী ও স্বজ্জন হিসেবে হিসাবে জনগনের কাছে ব্যাপক পরিচিত | ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন সিলেট মহানগর ছাত্রদল নেতা নূরুল আলম । বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ে অবস্থান নিয়ে প্রচারণা চালাচ্ছেন ছাতক উপজেলার নেতৃবৃন্দ | আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী কয়েছ আহমদ রিপন । এই তিন জনই জয়ের ব্যাপারে আশাবাদী , তিন প্রার্থীই জনগনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুরো ইউনিয়ন । বতর্মান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীর অস্থিত্ব সংকট হলেও মাঠ জরিপে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ভোটার বলেন, শেষমেষ নৌকা এবং ধানের শীষ লড়াই হবে বলে তাদের ধারনা! তবে কোন অংশে পিছিয়ে নেই | ৩১ মার্চ চুড়ান্ত ফলাফলে বুঝা যাবে কার জনপ্রিয়তা কতটুকু? কে হবেন জনগনের কান্ডারী?
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com