সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:19 AM, March 20, 2016
ফরিদ মিয়া : সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা শহরে বেড়েছে চোরের উপদ্রব, বিভিন্ন বাসা বাড়ি থেকে রাতের আধারে মুল্যবান জিনিষপত্র নিয়ে যাচ্চে চোরেরা, এদিকে বিভিন্ন বিপনি বিতান, বাসা বাড়ি থেকে মটর সাইকেল, কার, বাইসাইকেল চুরি হচ্চে প্রতিদিন, এ নিয়ে বেড়েছে শহরবাসির মনে উৎকন্টা, আতংকের মাঝে কাটে দিন রাত । কোন সময় কি হয় । শহরের মল্লিকপুর এলাকার এডভোকেট রাধাকান্ত সুত্রধরের মটরসাইকেল কোর্টচত্বর থেকে নিয়ে যায়, তিনি জানান – সকালে কোর্টে এসে মোটরসাইকেল বারের সামনে রেখে গেলে কোর্ট শেষ করে এসে দেখি মটরসাইকেল নেই ।
এদিকে গত শুক্রবার দিবাগত রাতে সুনামগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাসুক আলী সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে শহরের হোসেন বখত চত্বর থেকে চোর চক্রের জসিম (২২) কে আটক করে থানায় এনে তাকে জিজ্ঞাসা করে শহরের বিভিন্ন জায়গা থেকে চোর চক্রের চেতন বর্মন (১৮), আঃ হাকিম(১৬) ও বাচ্চু মিয়া (২৫) কে আটক করেন । তাদেরকে জিজ্ঞাসাবাদে চোর চক্রের অন্যান্য সদস্যের নাম জানতে পারে পুলিশ, তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে অপারগ সুনামগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাসুক আলী আটকের সত্যতা স্বীকার করেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com