সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:04 AM, March 20, 2016
ফরিদ মিয়া : সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে মোঃজাবেদ (২০), নুরুল আমিন(২২) ও মোঃ আবেদিন( ১৯) নামের ৩ বখাটেকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১ঘটিকার সময় মাদ্রসার সামনে ছাত্রীদের উত্যক্ত করার সময় আটক করা হয় তাদের, সুনামগঞ্জ মডেল থনার এস আই মোমেন বলেন মাদ্রাসার সামনে বেশ কিছুদিন ধরে বখাটেরা ছাত্রীদের উত্যক্ত করে আসছিল , মাদ্রাসার অধ্যক্ষের সহযোগিতায় ৩ বখাটে কে আটক করে ভ্রাম্যমান আদালতে নিলে তাদের সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com