সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:15 PM, March 19, 2016
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কাজ করায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আতর আলী মিয়া স্বাক্ষরিত এক পত্রে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আমজাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নলীউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ রওশন আলী, বদলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তুষার কান্তি দাস মনু ও জলসুখা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ আহম্মদ খেলু।
আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী হিসেবে কাজ করায় কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com