রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহীর সবাই নিহত

প্রকাশিত: 2:45 PM, March 19, 2016

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে  ৬১ আরোহীর সবাই নিহত

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৬ ক্রু সহ মোট ৬১ আরোহীর সবাই মারা গেছেন। বিমানটি দুবাই থেকে রাশিয়া যাচ্ছিল। রাশিয়ার আকাশসীমায় গিয়ে তা অবতরণ করার চেষ্টা করে। এ সময় তা বিধ্বস্ত হয়। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইমার্জেন্সি স্টোর বলেছে, বোয়িং ৭৩৮ যাত্রীবাহী এই বিমানটি রাশিয়ার রোস্তোভ-অন-ডন বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তা বিধ্বস্ত হয়। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, আরোহীদের সবাই মারা গেছেন। আজ শনিবার স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানটি রানওয়েতে নামতে গিয়ে ভুল করে। ঘটনার সময় বিমানবন্দর এলাকায় তীব্র বাতাস বইছিল। বাজে আবহাওয়ার কারণে দৃষ্টিসীমাও ছিল সীমাবদ্ধ। এসব কারণে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় তাতে আগুন ধরে যায়। অথবা বিস্ফোরণের শব্দ হয়। বিমানটির আরোহীদের বেশিরভাগই রাশিয়ার নাগরিক। ঘটনার পর পরই সেখানে ছুটে যান প্রায় ৭০০ উদ্ধারকর্মী। তারা দ্রুততার সঙ্গে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সিসিটিভির একটি ফুটেজে দেখা যাচ্ছে, বিমানটি অবতরণের আগেই তাতে বিশাল আগুনের কুন্ডলি। তবে তার যথার্থতা এখনও নিশ্চিত করে নি কর্তৃপক্ষ।  এ সময় ওই বিমানবন্দরের অন্যান্য ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 111 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ