সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:34 PM, March 16, 2016
ফরিদ মিয়া, সুনামগঞ্জ :
তৃতীয় ধাপে ৬৮৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ৩টি উপজেলার ২৬ ইউনিয়ন। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক এ তথ্য জানান। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়পত্র যাচাই-বাছাই হবে ২৯ ও ৩০ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৬ এপ্রিল। ইউনিয়নগুলো হলো দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ দোয়ারা, বোগলাবাজার, দোহালীয়া, লক্ষ্মীপুর, মান্নারগাঁও, পান্ডারগাঁও, বাংলাবাজার, নরসিংহপুর, সুরমা, সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর, গৌরারং, কাঠইর, লক্ষ্মণশ্রী, মোহনপুর, মোল্লাপাড়া, রঙ্গারচর, সুরমা, জাহাঙ্গীরনগর এবং দ. সুনামগঞ্জ উপজেলার জয়কলস, শিমুলবাঁক, পশ্চিমবীরগাঁও, পশ্চিমপাগলা, দরগাপাশা, পাথারিয়া, পূর্ববীরগাঁও, পূর্বপাগলা।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com