সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:00 AM, March 4, 2016
প্রান্ত ডেস্ক:বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে এক নম্বর কো-চেয়ারম্যান করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ফের আল্টিমেটাম দিয়েছেন তার দলের এমপিরা। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে বিরোধী দলীয় নেতার প্যাডে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাপা এমপিরা বলেন, এরশাদ কোন আলোচনা ছাড়া তাঁর ছোট ভাই জি. এম. কাদেরকে পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন, যা পার্টির গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। এতে পার্টির প্রেসিডিয়াম, সংসদ সদস্য এবং পার্টির হাজার হাজার কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। গত ১৮ই জানুয়ারী ২০১৬ইং তারিখে বিরোধী দলের নেতা রওশন এরশাদের বাসভবনে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য সকল দল তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে চলছে। ঠিক সেই সময় দলের কারও সঙ্গে আলোচনা ছাড়াই পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা গণতন্ত্রের স্বার্থের পরিপন্থি। পরবর্তীতে ২০শে জাতীয় পার্টির সংসদীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সেখানে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকল সংসদ সদস্য পার্টির চেয়ারম্যানকে তাঁর সিদ্ধান্ত বদলাবার জন্য অনুরোধ জানালে তিনি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’কে ১ নং কোÑচেয়ারম্যান বানাবেন বলে সভায় কথা দেন। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় নাই।
তারা আরও বলেন, যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন সহসায় হতে যাচ্ছে। সংসদ সদস্যরা তৃণমূল পর্যায়ে তাদের প্রতিনিধি ঠিক করার জন্য ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। সংসদীয় কমিটি লক্ষ্য করছে এমপিদের পাশ কাটিয়ে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানদের নমিনেশন দেওয়া হচ্ছে এবং জেলা সম্মেলন করা হচ্ছে। এই মুহুর্তে সংসদীয় কমিটি মনে করে দলকে এক, অভিন্ন ও শক্তিশালী করার লক্ষ্যে যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’কে শিঘ্রই ১ নং কো-চেয়ারম্যান বানানো হোক।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com