সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:37 AM, March 3, 2016
প্রান্তডেস্ক: জেলার সফিপুরে এটিএম বুথে টাকা লোড করার সময় মানি প্ল্যান্ট নামে একটি প্রতিষ্ঠানের ১ কোটি ৮৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সফিপুরস্থ এপেক্স ফুটওয়্যার কারখানার গেট সংলগ্ন ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে গতরাত ৩টার দিকে এঘটনা ঘটে। এসময় বাধা দিতে গিয়ে দুই কর্মচারী আহত হয়েছেন। তাদেরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব সত্যতা নিশ্চিত করে বলেন, মানি প্ল্যান্ট নামে একটি প্রতিষ্ঠান ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লোড করার দায়িত্ত্বে রয়েছে। গতরাত ৩টার দিকে মানি প্ল্যান্ট এর কর্মচারীরা মাইক্রোবাসে ট্রাঙ্ক বোঝাই টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকের ওই বুথে যায়। তারা মাইক্রোবাস থেকে টাকা নামানোর সময় একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ২ ট্রাঙ্ক ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়। সকালে মানি প্ল্যান্ট কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com