সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:16 AM, March 3, 2016
প্রান্তডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটপ্রেমী এটা সকলেই জানেন। শত ব্যস্ততায় সুযোগ পেলেই বাংলাদেশের খেলা দেখতে বসে যান। আর খেলা ঢাকায় হলে প্রায়ই তাকে দেখা যায় ভিআইপি বক্সে পতাকা হাতে।
বুধবার (২ মার্চ) পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকেই হাজির হন ভিআইপি বক্সে। এদিন আবার ছিল পতাকা দিবস। ১৯৭১ সালের এই দিনের সর্বপ্রথম উড়েছিল বাংলাদেশের পতাকা।
তবে এদিন ম্যাচ শেষ হতেই উপস্থিত সবাই সাক্ষী হলেন অদ্ভুত ঘটনার। কাঁদছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে হারানোর আনন্দের কান্না।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com