র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত: 6:49 AM, February 29, 2016

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

noপ্রান্তডেস্ক: পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গোলাম মাওলা ওরফে মাওলা মৃধা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে শহরের হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি পটুয়াখালী অটোরিকশা মালিক সমিতির সভাপতি বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি পিস্তল, গুলিসহ ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ইনচার্জ এএসপি ফয়জুল হক জানান, তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এ ক্রসফায়ারের ঘটনা ঘটে। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় র‌্যাব। নিহত মাওলা মৃধা পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এরমধ্যে একটি মামলায় তার ফাঁসির দণ্ড হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 47 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ