সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:49 AM, February 29, 2016
প্রান্তডেস্ক: পটুয়াখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গোলাম মাওলা ওরফে মাওলা মৃধা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে শহরের হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি পটুয়াখালী অটোরিকশা মালিক সমিতির সভাপতি বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি পিস্তল, গুলিসহ ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ইনচার্জ এএসপি ফয়জুল হক জানান, তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এ ক্রসফায়ারের ঘটনা ঘটে। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় র্যাব। নিহত মাওলা মৃধা পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এরমধ্যে একটি মামলায় তার ফাঁসির দণ্ড হয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com