সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:33 AM, February 27, 2016
প্রান্তডেস্ক: দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
শনিবার এ সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন।
সূত্রমতে, শুক্রবার স্বরাষ্ট্র সচিব বরাবরে লেখা আবেদন সুপারভাইজিং অথরিটি হিসেবে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের (দক্ষিণ) কাছে পাঠানো হয়। শনিবার সেটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিবের কাছে।
১৭ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মোট তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে দুইটি মানহানির মামলায় তাকে আদালতে হাজিরের জন্য সমন জারি করা হয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কোতয়ালি থানার ওসিকে বলেছেন আদালত।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com