সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:26 AM, February 25, 2016
প্রান্ত ডেস্ক:শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
এতে সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শয়েস্তাগঞ্জে আটকা পড়েছে। কমলগঞ্জ রেলস্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বলেন, রেললাইন মেরামতের কাজে লোকজন পাঠানো হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com