সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:46 PM, March 6, 2016
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় ট্রাক চাপায় মিল্টন রায় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও রূপক চৌধুরী (৩৫) এবং মোহাদ্দিছ ওরফে কুদ্দুছ (৩৫) নামের অপর দুই আরোহী আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী জেলার দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত মতিলাল রায়ের ছেলে এবং আহত রূপক চৌধুরী একই গ্রামের মৃত মণিন্দ্র চৌধুরীর ছেলে ও কুদ্দুছ একই গ্রামের আব্দুল লতিফ মুন্সির ছেলে। গতকাল রোববার দুপুর সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কয়লাবাহী ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। দুপুর সোয়া ১২ টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মিল্টন ঘটনাস্থলে মারা যায় এবং অপর ২ আরোহী আহত হয়। আহত রূপক ও কুদ্দুছকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এএসআই আবুল কালাম জানান, নিহত মোটরসাইকেল আরোহী মিল্টনের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com