সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:58 PM, March 4, 2016
বদরুদ্দোজা খালেদ : ছাতকের দোলার বাজারে সাউথ ছাতক ইসলামিক এসোসিয়েশনের অভিষেক ও গজল সন্ধ্যা-২০১৬ সম্পন্ন হয়েছে । এসোসিয়েশনের সভাপতি জিয়উর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শামস মাহবুব এর উপস্হাপনায় অভিষেক ও গজল সন্ধ্যা অনুষ্টানে আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দোলার বাজার ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তা মিয়া, পালপুর জালালীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অর্থনীতির প্রভাষক শাহ শফিকুল আলম মতি, সাংবাদিক আব্দুল আলিম, উপজেলা বিএনপি নেতা আব্দুল মোমিন, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, মঈন পুর ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক রহুল করিম শিবলু, ঝিগলী স্কুল এন্ড কলেজের প্রভাষক সেবুল আহমদ প্রমূখ । অভিষেক শেষে কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, রুহুল আমিন, আনোয়ার হসেন গুলজার, হাফিজ আফজাল হোসাইন, হাফিজ আব্দুল কাইয়ুম(মিটু), আব্দুল লতিফ গুফরান ক্বারী আবু সাঈদ ওয়ালিদ প্রমূখ একক ও দলীয় ইসলামী সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন ।।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com