সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:38 PM, March 4, 2016
সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-জনতার সংঘর্ষে গিলমান আহমদ নামে নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এতে অন্তত ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত গিলামান ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের (বরকাফন) বাদেশ্বরী গ্রামের আব্দুল কাদিরের পুত্র।
ছাত্র নিহত হওয়ার ঘটনায় জাউয়াবাজার এলাকায় বিক্ষুব্ধ ছাত্ররা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় অবরোধ তুলে নেয়া হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত গিলমান আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিদ্যালয়ের ছাত্র ফয়সল ও মোশারফ জানায়, বিকেলে মাঠে খোলা চলার সময় ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বরকাফন গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র মোসারফের সাথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা লিলু মিয়ার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে আলমপুর, দিকারকান্দি গ্রামের জনতার সাথে বিদ্যালয় ছাত্রদের সংঘর্ষ বেঁধে যায়।
প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে ছাত্রসহ অন্তত ৩০জন আহত হয়। সংঘর্ষে ময়নুল হোসেন, আমির আলী, হোসেন আহমদ, আখলু মিয়া, শামীম আহমদ, সেলিম মিয়া, ফয়সল আহমদ, মোবারক আলী, আহমদ আলী, মখসুদ আলী, রশিদ মিয়া, সবুজ মিয়া, আলম মিয়া, সাকির উদ্দিন, বদরুল মিয়া, মখবুল সিব্বির আহমদ, রুহুল আমীন, রুবেল মিয়াসহ অন্য আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত স্কুল ছাত্রের লাশ বর্তমানে সিলেট ওসমানীতে রয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com