বাগদাদে আইএসের জোড়া হামলায় নিহত ৭০

প্রকাশিত: 11:45 AM, February 29, 2016

1104511
বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় জোড়া বোমা হামলায় ৭০ জন নিহত হয়েছে। রবিবারের এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। বাগদাদের পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, বোমা হামলাকারীরা মোটরসাইকেলে করে স্থানীয় একটি মোবাইল ফোন মার্কেটের জনবহুল এলাকায় এসে আত্মঘাতী হামলা চালায়। নিহতের সংখ্যার পাশাপাশি আহত হয়েছে আরো ১০০ জন।

অনলাইনে একটি বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে আইএস। বিবৃতিতে বলা হয়, শিয়াদের বিরুদ্ধে আইএস এর তলোয়ার সবসময় শানিয়ে থাকবে তারা যেখানেই থাকুক না কেন। মার্কিন নেতৃত্বাধীন বিমান বাহিনীর সহায়তায় ইসলামিক স্টেটকে সব জায়গায় পরাজিত করছে ইরাকি বাহিনী। দেশটিতে আইএস এর প্রধান ঘাটি মোসুল দখলের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তবে এর মধ্যেও আইএস জঙ্গিরা হামলা করছে বিশেষ করে শিয়াদের উপরে। বৃহস্পতিবারও এক শিয়া মসজিদে হামলায় ১৫ জন নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 80 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ