সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:35 AM, February 24, 2016
প্রান্ত ডেস্ক:অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১০টা ৪০ মিনিট) সিডনির বাংলাদেশি অধ্যুষিত ক্যান্টাবুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানায় কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর একজনের মৃত্যু হয়।
আহত তৃতীয় বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com