সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:41 AM, February 23, 2016
প্রান্ত ডেস্ক:জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনটির ২৯ ফেব্রয়ারি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।
আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আজ মঙ্গলবার এই আদেশ দেন।
সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত শাকিলাকে দু’টি মামলায় জামিন দেয়।
২০১৫ সালের ১৮ আগস্ট রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র্যাব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। এ দু’টি মামলায় তিনি কারাগারে রয়েছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com