সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:49 AM, December 15, 2014
বিনোদন ডেস্ক : বিতর্ক, গ্ল্যামার, যৌন আবেদন, আর নগ্নতা- এই চারটি বিষয়ের সমন্বয়ে যে নামটি সবার প্রথমে আসে তিনি কিম কার্দাশিয়ান। এসব নিয়ে এই মার্কিন অভিনেত্রী সংবাদের শিরোনামে থাকতে ভালোবাসেন। বিতর্ক ছাড়া তিনি সংবাদের শিরোনাম হন না। তবে এবারের বিতর্কে তাকে কষ্ট করে কিছু করতে হয়নি। এবার তার হয়ে কাজটি করেছেন আদিল আল ওতাইব। সৌদি রাজপরিবারের সন্তান তিনি। আদিল আল ওতাইব জানিয়েছেন, কিমের সঙ্গে এক রাত কাটাতে তিনি ১ মিলিয়ন ডলার খরচ করতে রাজি। সম্প্রতি ওতাইব তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, ‘আমি একজন সৌদি। কিম, আমি তোমায় বলছি, প্রতি রাতের জন্য আমি তোমাকে ১ মিলিয়ন ডলার করে দেব।’ মার্কিন এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, কিম নাকি এই প্রস্তাবে ইতিমধ্যে রাজিও হয়ে গেছেন। তবে এটা প্রথমবার নয়। এর আগেও টাকা নিয়ে কিম পার্টিতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। ২০১৩ সালে ৮১ বছর বয়স্ক ‘বিলিয়নিয়ার’ রিচার্ড লুগনার সঙ্গে ৫ লাখ মার্কিন ডলারের বিনিময়ে কিম গিয়েছিলেন ভিয়েনা বলে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com