সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:42 AM, February 22, 2016
প্রান্ত ডেস্ক:রাজধানীর কাকলীতে উল্টো পথে যাওয়ার সময় পুলিশের গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বানানী এলাকার পরিদর্শক (পেট্রোল) মো. সালেক জানিয়েছেন, ঢাকা গেইটের কাছে রিকুইজেশন করা পুলিশের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। “এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।” দুর্ঘটনার পর থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক সালেক।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com