উল্টো পথে পুলিশের গাড়ি: ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: 11:42 AM, February 22, 2016

উল্টো পথে পুলিশের গাড়ি: ধাক্কায় যুবকের মৃত্যু

094846Mir-Kasem-Ali-(3)প্রান্ত ডেস্ক:রাজধানীর কাকলীতে উল্টো পথে যাওয়ার সময় পুলিশের গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বানানী এলাকার পরিদর্শক (পেট্রোল) মো. সালেক জানিয়েছেন, ঢাকা গেইটের কাছে রিকুইজেশন করা পুলিশের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। “এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।” দুর্ঘটনার পর থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক সালেক।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 68 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ