সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:16 AM, February 20, 2016
প্রান্তডেস্ক:রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মিডিয়া মো: মারুফ হোসেন সরদার জানিয়েছেন, মোম্মদপুরের নবোদয় হাউজিংয়ে মওলানা আব্দুল মালেক নামে এক ব্যক্তির বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য বাড়িটিকে ঘিরে রেখেছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এর আগে বাড্ডায় গ্রেফাতার হওয়া দুই জঙ্গি সদস্যের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদপুরের বোমা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। গ্রেফতার হওয়ায় দুই সদস্যের বাসার আলামত দেখে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে ধারণা করছে পুলিশ।-বাসস।
।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com