সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:30 AM, February 20, 2016
জুরিবোর্ডের একাধিক সূত্র থেকে জানা গেছে, বিচারকমন্ডলির-সুপারিশ অনুযায়ী ২০১৪ সালে ‘এক কাপ চা’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যৌথভাবে আরিফা পারভিন মৌসুমী ও বিদ্যা সিনহা সাহা মিম। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’য় মৌসুমী ও খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’তে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন মিম। সেরা ছবির পুরস্কার পাচ্ছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। সেরা পরিচালক ‘মেঘমল্লার’-এর জাহিদুর রহমান অঞ্জন। আর আজীবন সম্মাননা পাচ্ছেন যৌথভাবে সৈয়দ হাসান ইমাম ও রাণী সরকার। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জুরিবোর্ডের কজন সদস্য। এর মধ্যে চূড়ান্ত খসড়া তথ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্রে। ‘দেশা দ্য লিডার’ ছবির ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়েনার দল’ গানের জন্য প্রথমবারের মতো সেরা গায়ক হয়েছেন মাহফুজ আনাম জেমস। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির ‘নিশি পক্ষী’ গানের জন্য সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন মমতাজ। একই ছবির জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন ড. সাইম রানা। ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য সেরা খলনায়ক হয়েছেন তারিক আনাম খান। ‘অল্প অল্প প্রেমের গল্প’তে অভিনয়ের জন্য মিশা সওদাগর হয়েছেন সেরা কৌতুক অভিনেতা। ‘তারকাঁটা’ ছবিতে সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন ড. এজাজ এবং ‘জোনাকির আলো’ ছবির জন্য পার্শ্ব-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন চিত্রলেখা গুহ। মোট ২৫টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে এ বছর। বাকি ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে সেরা গীতিকার, শিশুশিল্পী, কাহিনীকার, সংলাপ রচয়িতা, সুরকার, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশনা, সম্পাদক, চিত্রগ্রাহক, শব্দগ্রাহক, সাজসজ্জা ও রূপসজ্জাকর। তবে এ বছর নৃত্য পরিচালক ক্যাটাগরিতে কেউ মনোনীত হয়নি। এদিকে পুরস্কারসংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, চূড়ান্ত খসড়া তালিকায় শেষ মুহূর্তে দু-একটি নাম পরিবর্তন হতে পারে। উল্লেখ্য, খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেয়া হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com