সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:40 AM, February 17, 2016
প্রান্তডেস্ক: পুরান ঢাকা থেকে ২০০৫ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা এলাকার জিন্দাবাহার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশে উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- সাজ্জাদুল আলম মুক্তি (৪৬), মেসবাহ উর রহমান প্রদীপ (৩৭), বাশার (৩৭), আশরাফ (৩৫), আজিজ ওরফে বাবু (৩৬) ও শফিক ওরফে পলাশ ওরফে বিজয় (৩৫)। গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকী জানান, গ্রেপ্তারদের মধ্যে প্রদীপ কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিসের গাড়ি চালক। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত জানাব।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com