পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, গ্রেপ্তার ১

প্রকাশিত: 6:29 AM, February 17, 2016

পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, গ্রেপ্তার ১

094846Mir-Kasem-Ali-(3)প্রান্ত ডেস্ক:পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রাব্বি মিয়া (৩০) নামে এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া শহরের গোকুল ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বি মিয়াকে পুলিশ প্রহরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক মামলার আসামি রাব্বীকে গ্রেপ্তারের জন্য সদর থানা পুলিশের একটি দল গোকুল ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান নেয় এ সময় ঈদগাহ মাঠের পাশে জঙ্গল থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে শর্টগানের গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় রাব্বীকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, গ্রেপ্তারকৃত রাব্বীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সহযোগীসহ পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার সময় গুলিতে রাব্বী আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশেকুন্নবী আহত হন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 45 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ